আকুতি মিনতি
লিখেছেন লিখেছেন শেখ সাদী ২৮ জুলাই, ২০১৩, ১২:০৪:৩৩ দুপুর
আকাশের কালো মেঘে চাঁদ হারিয়ে যায়,
তাঁরারা মিটিমিটি জ্বলে।
তোমার আমার কথা রয়ে যাবে,
তুমি হারিয়ে যাবে নাতো?
প্রবহমান নদীতে ঢেউ,
অনেক দূরে চলে যায়।
তোমার আমার স্বপন্ রয়ে যাবে,
তুমি চলে যাবে নাতো ?
রাতের আঁধারে হাসনাহেনা গ্রাণ ছড়ায়,
দিনের আলোতে শেষ হয়ে যায়।
তোমার আমার আশা রয়ে যাবে ,
তুমি ............হবে নাতো
বিষয়: সাহিত্য
১৮৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন